শংকর ব্রহ্ম

কবিতা - কৃপাধন্য

শংকর ব্রহ্ম

কৃপাধন্য
শংকর ব্রহ্ম

বারোটার পর মন্ত্রপূত জল নিয়ে হাতে
ঈশ্বর নিজেই আসেন রোজ রাতে,
ছিটিয়ে দেন আমার মাথায়
দুঃসহ রাত কেটে যায় ;
নতুন প্রভাত আসে জীবনে আমার
হয়তো আজও আমি কৃপাধন্য তার!

১৪৬
মন্তব্য করতে ক্লিক করুন