লক্ষ্মীছাড়া
শংকর ব্রহ্ম

ইন্দ্রপতন শব্দটা শুনেছিলাম কানে
তোমার মৃত্যুতে তার বুঝে গেলাম মানে।

তুমি নেই ভাবতেই বুকের ভিতর খালি,
একেবারে শূন্য,
নির্ভেজাল নিঃস্ব, যেন খাঁ খাঁ মরুভূমি,
বুক জুড়ে এতখানি ছিলে বুঝি তুমি?
ভুলেও কখনও যে কেন, আগে তা ভাবিনি,
এখন আর ভেবে কোন লাভ নেই জানি।
তবুও যখন তুমি ছিলে কাছে,
বুঝতে পারিনি কিছু
কতখানি ঘর জুড়ে ছিলে শুধু তুমি?

এখন শূন্যতা শুধু,আমাকেই গিলে খায়
নিদারুণ কষ্টের মোচড়ে
একান্তে বুঝিয়ে দেয়
কিভাবে যে দশভূজা হয়ে,
তুমি সুনিপুন ঠেকিয়েছ দশদিক
এখন দিশেহারা হয়ে ভাবি সব
মনে মনে তোমার অভাব খুব করি অনুভব।

তুমি নেই আশে পাশে কিংবা কাছাকাছি,
লক্ষ্মী শূন্য ঘরে আজ লক্ষ্মীছাড়া হয়ে,
তবু বেঁচে আছি আর অন্য কিছু নয়,
মরতে পারি না বলে,মনে নিয়ে ভয়
শুধু আজ বেঁচে থাকতে হয়।

৪৩
মন্তব্য করতে ক্লিক করুন