মানে কী
শংকর ব্রহ্ম
ইচ্ছে যে সব ছিল হাতের মুঠোয়
তাকে আমি উড়িয়ে দিয়ে হাওয়ায়,
শূন্য হাতে ঘরে ফিরে দেখি
তুমি এসে, বসে আছ দাওয়ায়।
এমন কোন কথা ছিল না তো
দেখে আমায় বাড়ালে দুই হাতও,
মনটা আমার, ছিল না পরান্মুখ
ভাবতে ভাবতে বাড়িয়ে দিলাম মুখ।
চোখে দেখেই,ভরল না তার বুক
চোখে মুখে উপচে পড়ে সুখ,
তার দু’চোখে,ভাসছে আমার মুখ
তাতেই হৃদয়, হল যে উন্মুখ।
ইচ্ছেরা সব, উঠল মুঠি ভরে
আমি ও সে চুপটি করে ঘরে,
কোন কথা সরে না তার মুখে
দুইটি জোনাক জ্বলে নিবিড় চোখে।
হয় তো তখন,আমি ভীষণ ঘোরে
মনটা যে তার কেমন কেমন করে,
বুকের ভিতর উথলে সুখের ঢেউ
এর মানে কী, বলতে পারে কেউ?
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন