শংকর ব্রহ্ম

কবিতা - প্রকৃতি

লেখক: শংকর ব্রহ্ম

প্রকৃতি
শংকর ব্রহ্ম

এসো আজ পায়ে পায়ে পথ চলি
নিরিবিলি পথে
মানববিহীন স্বচ্ছ প্রকৃতির সাথে
মানুষ যেখানে আসে সখ্যতা পাতাতে
তারপর কিছুদিন কেটে গেলে পরে
সুন্দর প্রকৃতিকে আবর্জনায় ভরে,
প্রকৃতি নিঃশ্চুপ মুখে সব সহ্য করে
তারপর সেই চাপ বেড়ে গেলে পরে
প্রকৃতি থাকে না আর শুধু চুপ করে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৩৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন