মেধা সম্পদ
শংকর ব্রহ্ম

তোমরা বলতে পার, এ আমার চূড়ান্ত বোকামি
মা বলতেন,লিখে লিখে ছেলে আমার তালুক গড়েছে।

লেখাকে পণ্য করে আজও আমি বাঁচতে শিখিনি
এ যদি বোকামি হয়, তবে আমি আহাম্মক বোকা
তোমরা সব আজকের খোকা,
আমাকে বোকা বলে সম্বোধন কর।
আর তোমরা সব চালাক চতুর হতে শেখো,
মেধা বেচে সম্পদ গড়ো।

১১
মন্তব্য করতে ক্লিক করুন