মিলন
শংকর ব্রহ্ম

তুমি কি বুঝেছো কিছু?
আজ কোন কাজ নয়
দোলনায় চড়ে বসো দোল দাও দোল খাও
কারও বুকে আরও দোল দাও।
তুমি কি ভেবেছো নাকি
এমন সুন্দর দিন কখনও যে এসে যেতে পারে?
সমস্ত ব্যস্ততা ভুলে
সময় কাটবে শুধু আনন্দের দোলে।

আজ বহু কথা হবে অনেক জমানো কথা
বলে বলে যদি না ফুরায়
আমরা ফুরিয়ে দেব
কথায় কথায় শুধু জীবনের বাকীটা সময়।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৬ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন