মৌলিক স্বাধীনতা
শংকর ব্রহ্ম

শব্দকে জুড়ে জুড়ে আমি একটা স্বপ্ন গড়তে চেয়েছিলাম
অথচ ভিতরে ভিতরে কখন তা নিঃশব্দে ভেঙে পড়েছে
আমি তা টের পাইনি মোটেও।
শব্দ সব জড়ো করে একটা সমাজ গড়তে চেয়েছিলাম,
অথচ দেখতে দেখতে কখন তা
অসামাজিক হয়ে উঠেছে মোটেও বুঝতে পারিনি আমি।

শব্দগুলি এখন তাই ভাড়াটে সৈনিকের মত
এদিক ওদিক ঘুরে তোলা তুলে ফেরে।
এখন শব্দগুলি আর মৌলিক স্বাধীনতায় ভর দিয়ে
এক পা-ও চলতে পারে না।

পরে পড়বো
৭৬
মন্তব্য করতে ক্লিক করুন