শংকর ব্রহ্ম

কবিতা - নববর্ষ

শংকর ব্রহ্ম

নববর্ষ
শংকর ব্রহ্ম

চুপ,কোন কথা বলো না
সময় ফুটছে,ফুটছে ফুল
নতুন বছর আসছে বলে,
দুঃখ বিষাদ ভুলতে হবে,
পুরনো দিন যাছে চলে।

নতুন পোষাক নতুন ধানে
নতুন গানে নতুন টানে,
নতুন আলাপ নতুন মানে
বলছে পাখি গানে গানে,
ডাকছে ফড়িং গাছের কানে।
নতুন বছর আসছে বলে
দুঃখ বিষাদ ভুলতে হবে,
কিন্তু বল কেমন করে?

৩০
মন্তব্য করতে ক্লিক করুন