নারী তোমাকে
শংকর ব্রহ্ম
এক).
যদি পশু হয়ে জন্মাই আবার
শুধু তোমাকেই ভালবাসব নারী
কিংবা পাখি হয়ে যদি
শুধু তোমাকেই ভালবাসব
অথবা কীট হয়ে যদি
তবু তোমাকেই নারী
আর পতঙ্গ হলে?
জানি না – জা নি না।
দুই).
কবির তৃষ্ণা তুমি মেটাতে পার না
কবি সেটা জানে,
তবু তোমাকে নিয়েই কবি
মেতে থাকে সারাক্ষণ মনে।
নারী, তুমি তো গোলাপ নও
কবি সেটা জানে,
তবু গোলাপের উপমায়
সে তোমাকে কবিতায় সাজায়।
চাঁদেও কলঙ্ক জমে –
তবে আর তুমি কোন ছাড়?
তোমাকে যে ভালবাসে সে-ই জানে,
ভাল মন্দ কত গাঁদ জমে থাকে
ভিতরে তোমার।
এ সব জানার পরেও
কেন তবু তোমাকেই নারী
কবি এত ভালবাসতে পারে?
জা নি না – জানি না।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন