নিজের সাথে
শংকর ব্রহ্ম

মেজো মাপের কবিরা সব,
নিজের ছাড়া অন্য কারও লেখা পড়েন না,
আর যারা বড় মাপের? তারা নিজেকে ছাড়া
অন্য কাউকে কবি ভাবেন না।
আর আমরা যারা ছোট মাপের
থাকি মধ্যে নানান চাপের
আমরা যে নই কারও বাপের,
তা’তে কাদের কি?
আমরা নিজের আনন্দে’ভোর কবিতা লিখি।

কেউ পড়ে,কেউ পড়েন না
কেউ বা কবি বলেই ধরেন না
তা’তে আমাদের কি,
আমরা শুধু নিজের সাথেই নিজের কথা বলি।

১১
মন্তব্য করতে ক্লিক করুন