নিঃস্ব হৃদয়
শংকর ব্রহ্ম

রাত্রি যখন আপন মনে চুল খুলে তার
রাত জাগছে দিনকে বল আজ ঘুমাতে।
হিসেব করে সময় মতো জাগিয়ে দেব,
দেখবে কেমন ভোর বেলা ঠিক
বক ধার্মিক রাক্ষসীর এক চুমাতে।

দেশ ও দশের কথা ভেবে মন উচাটন
কি করি এখন ?
নিজেকে পাগল ভেবে
আগল দিয়ে একলা ঘরে থাকি,
দিই না সাড়া,
বাইরে থেকে করলে পরে ডাকা-ডাকি।

ছোট্ট শিশু আমায় দেখে,
বলল সেদিন ভুত –
আমিও নিজে তাই ভাবি যে,
ছোট্টশিশু সেটাও জানে,
সত্যি কী অদ্ভুত।

ধন গৌরবে নিঃস্ব হলেও
মানসিক ভাবে ধনী,
এমন জীবন পেয়েছি বলেই
পৃথিবীর কাছে ঋণী।
নিঃস্ব হৃদয় বিশ্বকে ভয় পায় না মোটে,
হাত কাটা অই জগন্নাথের রথের চাকা
দেখ কেমন জনগণের,ধরা দড়ির
হ্যাচকা টানে গড়গড়িয়ে আপনি ছোটে।

১৬
মন্তব্য করতে ক্লিক করুন