নিঃস্ব কথা
শংকর ব্রহ্ম

এক). ;

বলা কথা হয়ে গেলে বলা
না বলা কথারা এসে, ভিড় করে মনে-
আর সেসব কথা তো, যায় না যে বলা
ডেকে জনে জনে।

কত কথা না বলেই, হয়ে যায় বলা,
আবার অনেক কথা
বলতেই, হতে হয় হরবোলা।

দুই).

পশু ও পাখিরা আজও ছলনা শেখেনি
এখনও ভুলেও তারা মিথ্যে বলে না,
মানুষেরা এখানেই হেরে বসে আছে
পশুদের কাছে।
পশুত্ব হত্যা করে , পশুরা আজও
হয়নি মানুষ,
মানুষ আজ মানবতা হত্যা করে
অনায়াসে পশু হয়ে গেছে।
এখানেই পশু পাখি জিতে বসে আছে।

পশুরা আজও তার ধর্ম, পশুত্ব ছাড়েনি
আর মানুষ আজ,সনাতন মানবতা ভুলে
নিঃস্ব হয়ে গেছে।

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন