পরাগ মিলন
শংকর ব্রহ্ম
ইচ্ছে আমার প্রজাপতি
উড়ে গিয়ে ফুলের বুকে
বসে একা পরাগ মাখে,
ফুলও নিজের ইচ্ছে সুখে,
চেপে রাখে নিজের বুকে।
ইচ্ছে আমার ভিন্ন সুখে
উড়ে অন্য ফুলের বুকে
পরাগরেণু ছড়িয়ে দিয়ে
সেই ফুলকে ঋদ্ধ করে,
ফুলও তাকে কৃতজ্ঞতায় চেপে ধরে।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন