শংকর ব্রহ্ম

কবিতা - প্রকৃত নিষ্ঠুর

লেখক: শংকর ব্রহ্ম

প্রকৃত নিষ্ঠুর
শংকর ব্রহ্ম

কবিতা লিখতে গেলে আজকাল
তুমি এসে সামনে দাঁড়াও
কবিতা আড়ালে পড়ে যায়।
কবিতা মুচকি হেসে,তোমাকে সরাতে বলে ঠেলে,
আমি তা পারি না বলে,কবিতারা উচ্চস্বরে হাসে।

কখনো তুমি কাছে এলে,
তোমাকে বেড়াতে নিয়ে যাব
ভিক্টোরিয়া বা ইডেন গার্ডেন নয়,
নিয়ে যাব তাদের কাছে,
যাদের চাল নেই, চুলো নেই কোন,
হয়তো তাদের দেখে,তুমি ভালবাসতে শিখবে,
আমৃত্যু জীবনকে কিংবা
জীবনের ভালবাসাকে।

আর জীবনকে ভালবাসতে চাইলে,
ভাল মন্দের উৎসগুলো
স্পষ্ট ফুটে উঠবে তোমার চোখে।

আমি ঘুষি মেরে,
আয়নাটা ভেঙে ফেলেছি জীবনের,
কাজে কর্মে ভুলচুক হলে কোন,
আমি কামড়ে ধরেছি নিজেরই হাত
পা দুটো বেঁধে, নিজেকে লটকে দিয়েছি গাছে,
আর বলেছি,”এর নাম ভালবাসা”
তুমি ভেবেছ আমাকে, প্রকৃত নিষ্ঠুর।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন