শংকর ব্রহ্ম

কবিতা - প্রাপ্তি অপ্রাপ্তি

শংকর ব্রহ্ম

প্রাপ্তি অপ্রাপ্তি
শংকর ব্রহ্ম

“আমি কি তোমার কাছে
কিছু পাওয়ার প্রত্যাশা নিয়ে আসি?
অপ্রত্যাশিত প্রাপ্তি যা ঘটেছে জীবনে তাই নিয়ে মুগ্ধ হয়ে থাকি”-এই কথা ভেবে এক অধীর ধীবর জাল ফেলে
সাগরের জলে,তারপর জালে দেয় টান
দেখে কত মণি-মুক্তা উঠে আসে জাল ভরে তার,
এরপর থাকে কি চাওয়ার আর?

পাওয়ার আকাঙ্খা যত বাড়ে
না পাওয়ার বেদনা তত তীব্র হয় মনে
তার চেয়ে অপ্রাপ্তিকে প্রাপ্তি ভেবে মোহ সুখে থাকা
আমি তো তোমার কাছে আসিনি কখনও
কিছু পাওয়ার আশায়,
তাই কোন অপ্রাপ্তিও অনায়াসে পাওয়া মনে হয়।

১২
মন্তব্য করতে ক্লিক করুন