শংকর ব্রহ্ম

কবিতা - প্রয়োজন

শংকর ব্রহ্ম
বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ রূপক কবিতা

প্রয়োজন
শংকর ব্রহ্ম

কতটুকু প্রয়োজন, সেটাই জানে না মন
সবটুকু দিতে চায়,দিয়ে শেষে পস্তায়।

“তুমি এক বেহদ্দ বোকা
আসল ভালবাসাকে ভাব ধোঁকা,
নকলকে তুলে নাচ মাথায়
দেখে হাসি পায়।”
– কে যেন কথাটা বলে ছিল আমায়,
কথাটা ভুলিনি আজও,হল এতদিন পরে
কিন্তু মনে নেই নাম তার,
যে বলেছিল কথাটা সেদিন।
আসলে এই হয়,
ফিকে হতে হতে হাসি মুছে গিয়ে
হয়ে যায় ক্ষীণ।

সবটুকু দিতে চায়,দিতে গিয়ে পস্তায়
কতটুকু প্রয়োজন,সেটাই জানে না মন
হায় হায় হায়।

পরে পড়বো
৩৩
মন্তব্য করতে ক্লিক করুন