শংকর ব্রহ্ম

কবিতা - পুতুল খেলা

লেখক: শংকর ব্রহ্ম

পুতুল খেলা
শংতর ব্রহ্ম

এ খেলা অনন্তকাল ধরে চলে আসছে

ঠাকুর্দার মা খেলেছেন ঠাকুর্দাকে নিয়ে
ঠাকুমা খেলেছেন বাবাকে নিয়ে
আমার মা আমাকে নিয়ে
স্ত্রী খেলছে তার ছেলেকে নিয়ে
ছেলের বউ খেলবে তার ছেলেকে নিয়ে
এ খেলার এমনই নিয়ম

মেয়েদের এই পুতুল খেলায়
ছেলেদের কোন ভূমিকাই নেই
তারা শুধু উপলক্ষ মাত্র আর কিছু নয়
খেলাটা সেই একই অনন্ত কালের জন্য
আশ্চর্য এক মায়ার বন্ধন

ক্রমশই সে বন্ধন আলগা হয়ে আসে
কালস্রোতে ভেসে যায় সে মায়ার টান
কিন্তু খেলাটা চলতেই থাকে
সেই একই নিয়মে

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৩৭ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন