শংকর ব্রহ্ম

কবিতা - রুদ্ধশ্বাস

লেখক: শংকর ব্রহ্ম

রুদ্ধশ্বাস
শংকর ব্রহ্ম

(১).

ভালবাসার কথা
তোমার কাছে বলার চেয়ে গাছের কাছে বলা ভাল
তোমার কাছে বলার চেয়ে পাখির কাছে বলা ভাল
তোমার কাছে বলার চেয়ে মাছের কাছে বলা ভাল
তোমার কাছে বলা মানে আগুনের কাছে বলা
যা পুড়ে যায়
তোমার কাছে বলা মানে নদীর কাছে বলা
যা ভেসে যায় স্রোতে
তোমার কাছে বলা মানে
না বলা কথারা সব বুকে এসে জড়ো হয়
শ্বাস রুদ্ধ হয়ে আসে।
(২).

তবু কবিতাকে ভালবেসে দুঃখে সুখে কেঁদে হেসে
যায় যদি যাক তবে দিন মনে তবু আশা ক্ষীণ
বন্ধু হয়ে পাশে কেউ তো দাঁড়াবে এসে
বুকে টেনে নেবে ভালবেসে।

৯৮
মন্তব্য করতে ক্লিক করুন