সর্বহারা
শংকর ব্রহ্ম

নদীর প্রবল স্রোতে ভেসে
একটি পাথর এসে
এখানে বসতি গড়েছে
ছিন্নমূল উদ্বাস্তুুর মতো

তাকে দেখে
আমি ভাবি
আমার পিতার কথা
যিনি সাতচল্লিশে
বরিশাল থেকে
ছিন্নমূল হয়ে
ভাসতে ভাসতে
কলকাতা এসেছিলেন

পাথরটি কি হবে শেষে
আমি তা জানি না
তবে আমি জানি
আমার পিতার কথা
সর্বহারার মতো
দুর্বিসহ
যার জীবন কেটেছে

পরে পড়বো
১৯
মন্তব্য করতে ক্লিক করুন