সভ্যতার আলো
শংকর ব্রহ্ম
কোন বাধাই আসলে দুর্লঙ্ঘ নয়
কোন রাত্রিই এত গহন নয় যে
তা আমাদের কাছে দুঃসহ,
কোন যাদু মন্ত্রেই
যা কখনো সম্ভব হয়নি,
সেই অসহ্য ক্ষিদের যাতনাই
আমাদের ঘরে
সভ্যতার আলো জ্বেলেছে
সে ক্ষিদে দেহের কিংবা মনের
যা হোক কিছু হতে পারে।
মন্তব্য করতে ক্লিক করুন