শিকারী
শংকর ব্রহ্ম
নিত্য নানা ছলে জাল ফেলেছি নদীর নরম জলে,
ডুবে থাকে তবুও মৎসনারী গভীর অতলে।
তবে কি আমি,আনাড়ি শিকারী?
যার হাতে ধরা দিতে,শিকার নারাজ।
তবে আমি আজ করব কি কাজ?
কি নিয়ে থাকব সারদিন আনন্দে সীমাহীন?
২).
ঘোরে না অঘোরে আছি বোঝা বড় ভার
শিকারী শিকারে এসে হয়েছে শিকার
মুগ্ধবোধ ব্যাকরণে
এ কোন বিকার নয়, কারণে বা অকারণে
এ যেন নিয়তি তার নির্ভার
অঘোরে না ঘোরে আছি বোঝা বড় ভার।
আজকে শিকারী কেন শিকারের কাছে অসহায়
এবার বেঘোরে তার প্রাণটাই,না বা চলে যায়।
মন্তব্য করতে ক্লিক করুন