শুধু তোমার জন্য
শংকর ব্রহ্ম
‘ধূসর মনের ক্লান্ত অবসরে’
তোমার কথা শুধু মনে পড়ে
আজ গাছে কত ফুল ফুটেছে
তুমি কাছে গিয়ে দেখলে না,
কাঁটার কথা ভাবলে বসে বসে
ফুলের গন্ধ মোটে শুকলে না?
কেন তুমি এমন বলতে পার
রিক্ত তোমার মনের পরিবেশ
আমায় তুমি বাঁচিয়ে রেখে
মনের ভিতর মেরে করবে শেষ?
অবহেলাই দেখলে কেবল
হৃদয় মেলে ভালবাসা দেখলে না,
ব্যথার কথা জানলে শুধু
প্রেমের কথা মনে কেন ভাবলে না?
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন