স্মৃতি
#শংকর_ব্রহ্ম
সোনালী সেই স্বপ্নের দিন
যখন মনে পড়ে,
জোনাকি পোকা আলোক ছড়ায়
স্মৃতির অন্ধকারে।
বন্ধু ছিল দূরের কাছের অনেক
তারা আজ নেই আর,
সে সব কথা পড়লে মনে
বাড়ায় স্মৃতির ভার।
সে’সব কথা ভাবলে পরে
বুকের ভিতর পোড়ে,
একা আমি পুড়তে থাকি
আগুন লাগা ঘরে।
স্মৃতির তেলে ফুটছি যেন
টগবগিয়ে আলুর চপ,
সত্যি এটা মনের কথা
যে কেউ ইচ্ছে,ভাবুক ঢপ।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন