শংকর ব্রহ্ম

কবিতা - সৃষ্টি

শংকর ব্রহ্ম

সৃষ্টি
শংকর ব্রহ্ম

মেঘের বাড়ি কোথায়
সে তো মেঘ জানে না,
বৃষ্টি জানে।
সৃষ্টি জানে
কেমন করে কোথায় যে তার ঘর গুছাবে।

মেঘ ভেসে যায় দূরে দূরে, উড়ে উড়ে
সৃষ্টি থাকে ভুবন জুড়ে,
সুযোগ পেলেই বসত গড়ে এ’ ওর ঘরে।

মেয়ে জানে না,
কোনটা যে তার নিজের বাড়ি
সৃষ্টি বেজায় বলিহারি
তার ভিতরেই,বসত গড়ে, তারই।
———————–

পরে পড়বো
২২
মন্তব্য করতে ক্লিক করুন