শংকর ব্রহ্ম

কবিতা - স্বপ্ন

শংকর ব্রহ্ম
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ রূপক কবিতা

স্বপ্ন
শংকর ব্রহ্ম

বেঁচে থাকে কবি বাস্তবে নয়
স্বপ্নের ঘেরা টোপে
স্বপ্নগুলো সে জমিয়ে যে রাখে
হৃদয়ের খোঁপে খোঁপে,
কবির হৃদয়ে স্বপ্নের বাস
স্বপ্নের যাওয়া আসা
স্বপ্নগুলোকে দিতে চায় কবি
নব জীবনের ভাষা,
স্বপ্ন সে’সব কবিতা হয়েই
কবির নিকটে আসে
স্বপ্নরা সব কবিকেই যেন
মনে মনে ভালবাসে।

পরে পড়বো
২০
মন্তব্য করতে ক্লিক করুন