শংকর ব্রহ্ম

কবিতা - স্বার্থ-নির্ভর

শংকর ব্রহ্ম

স্বার্থ-নির্ভর
শংকর ব্রহ্ম

কবি নিজেকে সঁপেছো তুমি
কার কাছে কখন কোথায়
তা নিয়ে মানুষ জানে নেই সংশয়
আজ দেখে এর সাখে কাল দেখে ওর
তুমি কি সর্বদা থাক স্বার্থের নির্ভর
তোমার কি নেই কোন বিবেকের ভয়

লেখে তো অনেকেই মানুষ নিয়ে
লিখে শক্ত করে কোন মানুষের হাত
শোষিত না শোষক কার পক্ষে গিয়ে
তা দিয়ে বিচার হয় কিবা তার জাত।

আজ মানুষের পেটে নেই ভাত মা বোন ধর্ষিতা
কবি তবু লিখে যাবে রোমান্টিক প্রেমের কবিতা?

পরে পড়বো
১৭
মন্তব্য করতে ক্লিক করুন