মৃত ফুল,মৌমাছি শব
শংকর ব্রহ্ম
যৌবন গিয়েছে চলে কতকাল আগে
তবু তার প্রেম এখনও যায়নি চলে,
অস্তাচলে
সে যদি এখন কাউকেই আপন ভেবে
ভালবেসে ফেলে, ফুলের মতোন
কী হবে তখন?
ফুলের রগড় দেখে, হেসে ওঠে অযথাই
যত গুল্ম লতা
আমি তাই দেরী না করেই
ছুটে যাই তার কাছে
যে আমাকে অবিরত কাটে
নখে দাঁতে করাতের মতো,
যেমন নিষ্ঠুর করাত কাটে গাছ
আর তার আঁচ পেয়ে,
আকাশে মেঘেরা ডেকে ওঠে অবিরাম
বলে, উষ্মতায় দিতে হবে এর সব দাম,
সকলেই চায় তার থেকে যাক নাম!
ভুলের মাসুল শোধে
আরও কিছু করে ফেলি ভুল,
আমি নিজে,কী যে হয়
মনে জাগে, অকারণে বিস্ময়
আর তাতে ফুল ভেবে ছুটে আসে
মৌমাছি যত অবিরত গুনগুন করে,
আমিও তা অনুভব করে,
বুক ভরে শ্বাস নিই কত,
তারপরে ছুঁয়ে দিই অনাচারে সব
মৃত ফুল,মৌমাছি শব।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন