তুমি না থাকলে
শংকর ব্রহ্ম
তুমি না থাকলে
শংকর ব্রহ্ম
তোমাকে নিয়ে অনেক কথাই লেখা যায়
কিন্তু আমি শুধু একটা কথাই বলব এখন
তুমি না থাকলে বোধহয়
নিজেকে আর চেনা হতো না আমার
তুমি এলে আমার সব বাসনা বিলীন হয়ে যায়
কামনার মুহূর্তে যেই দু'হাত তুলে সামনে দাঁড়াও
এক হাতে সুধা পাত্র আর অন্য হাতে বরাভয়
তখন আমার যে কী হয়,বলব কি আর
আজ মনে হয় তুমি না থাকলে বোধহয়
আমার এ'জীবন পূর্ণতা পেত না আর
শংকর ব্রহ্ম
তোমাকে নিয়ে অনেক কথাই লেখা যায়
কিন্তু আমি শুধু একটা কথাই বলব এখন
তুমি না থাকলে বোধহয়
নিজেকে আর চেনা হতো না আমার
তুমি এলে আমার সব বাসনা বিলীন হয়ে যায়
কামনার মুহূর্তে যেই দু'হাত তুলে সামনে দাঁড়াও
এক হাতে সুধা পাত্র আর অন্য হাতে বরাভয়
তখন আমার যে কী হয়,বলব কি আর
আজ মনে হয় তুমি না থাকলে বোধহয়
আমার এ'জীবন পূর্ণতা পেত না আর
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১১৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন