আনগ্রহে
শংকর ব্রহ্ম
তোমার মেসেজ আর পড়ি না লক্ষ্মী সোনা
দুপুর রাতে ঘর করি আজ কার সাথে যে
তা জানে বালিশ আর বিছানা
তবে নালিশ করবে বলো কার কাছে সে?
তোমার কথা আর ভাবি না
গলা জলে আর নামি না প্রেম করে
দিন দুপুরে বড়শি হাতে
বসি না আর পাশের বাড়ির ডোবাতে
ভুল করে আর চাঁদ দেখি না মাঝরাতে।
পড়ি না আর মেসেজ কারও সাগ্রহে
আমি এখন বাস করি এক আনগ্রহে।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন