কবিতা - উৎসব শংকর ব্রহ্ম আধ্যাত্মিক কবিতা, রূপক কবিতা উৎসব শংকর ব্রহ্ম রঙিন আতসবাজি জ্বেলে, প্রদীপের আলো দিয়ে বাড়ি ঘর সাজিয়ে, দীপাবলি উৎসব পালন করে বাইরের অন্ধকার হয়তো আমরা কিছুটা দূর করতে পারি। কিন্তু ভিতরের অন্ধকার কিভাবে তা দূর করা যায়? বছরে একদিন সে রকম একটা উৎসব পালন করা গেলে মন্দ হত না। ♥ ০ পরে পড়বো ২৩ রিপোর্ট করুন শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন