ভাড়াঁর শূন্য
শংকর ব্রহ্ম
ভাড়াঁর শূন্য এখন পুণ্য স্থগিত থাক
যা করেই হোক কঠোর শ্রমে নিজেকে বাঁচাক
যেখানে সেখানে টেনে নিয়ে যাক
রৌদ্রে পোড়াক
বেসামাল নদী ঝড় ওঠে যদি
ভয় ভুলে যাক পাঁকে ডুবে থাক
যা করেই হোক নিজেকে বাঁচাক
ভাড়াঁর শূন্য এখন পুণ্য স্থগিত থাক
যদি পারে প্রেমে নিজেকে মজাক
তা না হলে রোদে পুড়ে হোক খাক্
নিজেকে জানুক এবং জানাক
ভাড়াঁর শূন্য এখন পুণ্য স্থগিত থাক
প্রেমে ডুবে যাক নিজেকে বাঁচাক
ভাড়াঁর শূন্য এখন পুণ্য স্থগিত থাক।

মন্তব্য করতে ক্লিক করুন