প্রিয়তম আমার এই সূক্ষঅস্তিত্বে তোমার উপস্থিতি ছিলো,
ক্ষনিকের তরে।
যেমন হয় দন্নে পাতার বুকে শিশিরের বিন্দুর।
ভোর বেলায় যার এক ফুটা শিশির বিন্দুই তাকে সারাদিন সতেজ রাখে।
অতপর সুপ্রভাত শেষে সূর্যের কিরণ যখন প্রখর,
তখনই সে বিলীন হয়ে যায়।
ঠিক তুমিও যেন তাই ছিলে,
বাস্তবতার উত্তাপে আজ তুমি নেই।
শিশিরের বিন্দুর ন্যায়,
তোমার সামান্য ভালোবাসাই আমায় বাচিঁয়ে রাখে,
আমি চাই এমন আরেকটা সুপ্রভাত আসুক
যে সুপ্রভাতে তোমার স্নিগ্ধ ঘ্রাণ মিলবে আমার নীড়ে,
যে ভোরে তোমার শীতল স্পর্শ আমার ঘুম ভাঙ্গিয়ে দিবে,
যার নিবিড় আলিঙ্গন বাস্তবতার সমস্ত ক্লান্তি দূর করবে,
আমায় এনে দিবে স্বর্গীয় সুখ।
আমি চাই এমন আরেকটা সুপ্রভাত আসুক আমার জীবনে।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন