সিয়াম আহমেদ

কবিতা - কৃষকের নবান্ন

লেখক: সিয়াম আহমেদ

‎গ্রামীন জীবনে গ্রীষ্ম আসে হাজার ব্যস্ততা নিয়ে,
‎তখন কৃষকের ওঠনে বাসে ধানের জুয়ার।
‎কৃষকের মাজে থাকে নবান্ন উৎসবের উচ্ছাস।
‎তথাপি কৃষকের মূখে বাসে চিন্তার অসাড়,
‎কারণ গ্রীষ্মের আকাশ যে বড্ড নাটকীয়,
‎কখনো সে সাজে ঘনকালো মেঘে ডাকা অন্ধকারে প্রবল বাতাসে।
‎কখনো বা সাজে প্রখর রৌদ্রজ্বলের উষ্ণতায়।
‎এমত অবস্থায় কেবল রৌদ্রর ই প্রয়োজন,
‎তবুও প্রকৃতি যে করে মেঘেদের আমন্ত্রণ।

১১
মন্তব্য করতে ক্লিক করুন