যদি ইচ্ছেহীন কোনো রাজ্য পাই,
তবে আমি সেথায় যেতে চাই।
জীবন তরীর এই নিঃসঙ্গতায়।
সুখের দেখা যদি তব পাই,
পৃথিবীর বুকে আছি বহু দিন ধরা।
বিরহের ঘ্রাণ পাই আমি সর্বদা,
বড় আফসোস হয় হে মন,
যা করিনি পূর্বে,
নেই সাধ্য এখন।
আহা জীবন…
আহা প্রেম…
তোমার প্রতিচ্ছবি চির অম্লান,,,
এই অপ্রাপ্তিই আমার প্রিয় ঘ্রাণ।
৬০

মন্তব্য করতে ক্লিক করুন