কোন এক পুড়ন্ত বিকেলে
‎প্রিয়ো অর্ধাঙ্গিনীকে পাসে নিয়ে
‎সমুদ্রের পাশে পাহাড়ের চূড়ায় বসে
‎রক্তিম সূর্যের অস্ত দেখবো আর প্রকৃতিকে উপভোগ করবো।
‎উপভোগ করবো
‎প্রকৃতিতে সুরের বাহার ছড়ায় যে ঝরনার স্রোত আর সমুদ্রের গর্জন তাদের।
‎ সুদূর দিগন্ত হতে আগত হিমেল হাওয়ায়
‎যখন গা হিম হয়ে আসবে
‎তখন প্রিয়ো অর্ধাঙ্গিনীকে জড়িয়ে ধরে আমার অনুভুতি গুলো প্রকাশ করবো।
‎প্রিয়োতমার নিবিড় আলিঙ্গনে জীবনের সমস্ত ক্লান্তি বেদনা গুলো মেঘেদের রাজ্যে ভাসিয়ে দেব।
‎বাতাসের সু সু শব্দ আর উন্মুক্ত পাখিদের উচ্ছ্বাসে বিলিয়ে দিব আমার অপূর্ণ স্বপ্নগুলো।
‎পরিশেষে প্রকৃতিকে বিদায় দিয়ে যখন পাখিরা ফিরবে আপন নিড়ে,
‎ তখন আমরা মিসে যাব প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে।

৪০
মন্তব্য করতে ক্লিক করুন