কোন এক পুড়ন্ত বিকেলে
প্রিয়ো অর্ধাঙ্গিনীকে পাসে নিয়ে
সমুদ্রের পাশে পাহাড়ের চূড়ায় বসে
রক্তিম সূর্যের অস্ত দেখবো আর প্রকৃতিকে উপভোগ করবো।
উপভোগ করবো
প্রকৃতিতে সুরের বাহার ছড়ায় যে ঝরনার স্রোত আর সমুদ্রের গর্জন তাদের।
সুদূর দিগন্ত হতে আগত হিমেল হাওয়ায়
যখন গা হিম হয়ে আসবে
তখন প্রিয়ো অর্ধাঙ্গিনীকে জড়িয়ে ধরে আমার অনুভুতি গুলো প্রকাশ করবো।
প্রিয়োতমার নিবিড় আলিঙ্গনে জীবনের সমস্ত ক্লান্তি বেদনা গুলো মেঘেদের রাজ্যে ভাসিয়ে দেব।
বাতাসের সু সু শব্দ আর উন্মুক্ত পাখিদের উচ্ছ্বাসে বিলিয়ে দিব আমার অপূর্ণ স্বপ্নগুলো।
পরিশেষে প্রকৃতিকে বিদায় দিয়ে যখন পাখিরা ফিরবে আপন নিড়ে,
তখন আমরা মিসে যাব প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন