শক্তি চট্টোপাধ্যায়

কবিতা - কিছু আছে

লেখক: শক্তি চট্টোপাধ্যায়

দুঃখের সমস্ত কিছু আছে, শুধু অলংকার নেই
অলংকার এঁটে আছে রমণীর আলুথালে গায়ে
এবং যা আছে তাকে অনাবশ্যকতা নিয়ে গেছে
শালবন গভীর, তাতে মায়া আছে, মাৎসর্য রয়েছে
দুঃখের সমস্ত কিছু আছে, শুধু অলংকার নেই
অলংকার বসে আছে কবিদের- মাছির মতন
শব্দের মতন তীব্র সাঁওতালের মাটির কুটিরে
কবির সমস্ত কিছু আছে, শুধু একাগ্রতা নেই।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৫৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে ক্লিক করুন