আমিতো তোমাকে আপোষ করতে বলিনি,
বলেছি আমি তোমাকে ভালোবাসি।
আমি তোমাকে ভালবাসতেও বলিনি,
বলেছি তুমি আমাকে ঘৃণা করো না।
আমি তোমাকে বিশ্বাস করতে বলিনি,
বলেছি ভরসা করতে।
বিশ্বাস আর ভরসার মাঝে তফাৎ তুমি বুঝে নিও,
যদি না বুঝো! একবার বাবুই পাখির নীড়ে খেয়াল করো।
আমি তোমাকে ভালোবাসতে বলিনি,
বলেছি আমার দিকে তাকাও, দেখো চোখের দিকে,
যদি দেখো আকুতি এই চোখে!
তবে গ্রহন করোনা তা।
প্রতিদান চাওয়ার দুঃসাহস ভেবে তা নষ্ট করে দিও!
আর যদি বুঝতে পারো এই দৃষ্টি বহুকাল ধরে শুধু তোমারই জন্য প্রতীক্ষমাণ; তবে কিছু বোলো তুমি।
আমি তোমাকে একটা গোলাপ দেব,
চাইলে একটু পর ছুড়ে ফেলে দিত পারো।
পুরো পাপড়ি বর্তী গোলাপ ফেলে দিও কোন নদীতে!
তবে সৌরভ’টি ভুলে যেও না,
তাঁর শকটের প্রীতি লতায় খুঁজে পাবে আমায়; যদি তুমি চাও।
আমি তোমাকে হাতে হাত রাখতে বলবোনা,
বলবো একটুখানি পাশে বসো।
আমার নাকে যদি তোমার শরীরের সুগন্ধির অমরত্ব আসে,
তবে বুঝে নিব আমি আর আমার নিয়ন্ত্রণে নেই!
নিয়ন্ত্রণহীন মেঠো পথে আমি এক, খালি পায়ের পথিক।
আমি তোমাকে ভালোবাসতে বলিনি!
তবুও আমি তোমাকে ভালোবাসতে বোলবনা।
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২২০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন