আমি সেই পথে ফিরে যেতে চাই
যেখানে ছিলনা কোন অনাকাঙ্ক্ষিত কামনা
যেখানে ছিলনা তীরে এসে চলে যাওয়ার বাসনা।
আমি আমার অস্তিত্বকে মাটিতে নামিয়ে বুঝেছি
কেমন ভুলের সাগরে আমি নেমেছি।
ধাক্কা দিয়ে নামিয়েছ, কত অভিনব কৌশলে
সাহস আজ তলিয়ে গেছে সাগর তলে।
তোমাদের অরণ্যে আজ কত উজ্জল মোহনা
গড়িয়েছ তা কত নবীন তারুণ্যের হৃদয় ভাঙা চলনায়।
আমি আর যেতে চাই না, তোমাদের এমন নির্লজ্জ চাকচিক্যে
যার প্রতিটি ইটে রয়েছে ছলনা, কান্নার অভিশাপ প্রতি কক্ষে।
আজ আমার কাছে কিছুই নেই, কষ্টের দহন ছাড়া
আমি আর স্বপ্ন দেখিনা, দিতে চাই না কারো প্রেমের প্রস্তুতিতে ভাড়া।
আমি ফিরে যাব আমার দুই পয়সার আপন ঘরে
তুমিও ফিরে যাও তোমার জন্য গড়া বিলাসিতার শহরে।
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৫৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন