সামস রবি

কবিতা - আমার খুব ইচ্ছে ছিল

লেখক: সামস রবি

আমার খুব ইচ্ছে ছিল
স্বপ্ন মেঘ হয়ে তোর আকাশে উড়বো
নিঝুম কোন রাত্রি’তে ঝুম বৃষ্টি হয়ে
তোর গহীন মনের দখল নিবো।

সারাক্ষণ জেগে রইবো আমি
তোর মনের আকাশ জুড়ে
চাইলেও পারবি না’রে তুই
বজ্র আঘাতেও তোর থেকে সরাতে দূরে।

তোর মনের খরা দিসরে আমায়
শ্যামল ফসলে, ভরাবো তোর গোলা
কাটাবো খরা আনবো প্রমের ঢেউ
শুধুই বলিস না’রে তুই বাঁচতে তোকে ছাড়া।

বৈশাখ কিংবা চৈত্র তোর ছায়াতে রইবো
খুশি মনে নিস’রে তুই, না হয় কাল বৈশাখে আই’বো !!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৩৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন