সামস রবি

কবিতা - জনকের মৃত্যু

লেখক: সামস রবি

অন্য সময়ের রাত থেকে এই রাত আলাদা,
এই নিদ্রায় স্বপ্নের প্রহর আলাদা,
উচ্চারণ আলাদা, ধরণ, রঙ আলাদা।
এখন স্বপ্ন দেখতে হয় না আতংক নিয়ে পরাধীন ভূমিতে,
ডায়রী লিখতে হবেনা জেলের বন্ধ কুঠিরে।
চোখ রাঙ্গানি দেখতে হবে না মোচওয়ালা লাল সালুদের।
এখন আর মাতৃভূমির মাটির অধিকারের দাবী তুলতে হবে না,
এর যে প্রতি ইঞ্চি মাটি কেনা হয়েছে, মুক্ত করতে হয়েছে, তাজা রক্তের বিনিময়ে।
এখন সময় শুধু বাগান’টা সাজানোর।
ভেঙ্গে চুরে তছনছ করে লুট করে নিয়ে যাওয়া ভূমিতে উন্নয়নের চাষ করা।
এখন স্বপ্ন মানুষগুলোকে মানুষ করার,
এখন স্বপ্ন শুধু সোনার বাংলার।
একজন রাষ্ট্রনায়কের সাদামাটা জীবনযাপন অরক্ষিত নিরাপত্তা,
শুধু যে বিশ্বাসটাই ছিল শক্তি।
স্বাধীন দেশে নির্ভয়ে ঘুমের স্তব্ধ রাতে, আজ আবার গুলির শব্দে, নোংরা বুটের হুঙ্কারে আকাশ বাতাস প্রকম্পিত,
কলংকিত বাংলা, বিশ্বাসটা তার নির্মমতা দেখিয়েছে।
অকৃতজ্ঞ বেইমানদের মুখোশ খুলেছে।
চির শত্রুর পশুত্ব সাহস করেনি, করতে ফুলের আঘাত,
সেই বুক জর্জরিত রক্তাক্ত করেছে, যারা ছিল আপন।
যে মাটির জন্য এত ত্যাগ, দীপ্ত শপথে পথ চলা,
পেলো প্রতিদান নিঃস্বার্থ ভালোবাসার।
সেই দীপ্ত চোখ হতবাক বিষ্ময় নিয়ে নিভে গেছে চিরতরে।

১০৫
মন্তব্য করতে ক্লিক করুন