খুঁজি নিজেকে

সামস রবি সামস রবি

আমি কে? খুঁজি নিজেকে
আমি কি মানুষ!!
আমি কেমন মানুষ, আমার মনুষ্যত্ব কই? আমার বিবেক কই?
তাহলে আমি কিভাবে আসি তোমাদের বিবেচনায়?
আমি নাচ'তে জানিনা, তবুই বিকৃত ঠুনকো লাগাতে ব্যস্ত।
মাঝে মাঝে আমার ব্যাটারি খুলে দেওয়া হয়,
কিন্তু কোন তফাৎ কই! ব্যাটারি লাগালে যেমন-ই, খুললেও তেমন।
আমি পুতুল, হই কাঠের কিংবা প্লাস্টিকের।
আমাকে দেখে আর কেউ আশ্চর্য হয় না,
কারণ সবার বোধ হারিয়ে গেছে অচিন তলে।
এই সেই দিন নাম না জানা পত্রিকা ছবি সহ রিপোর্ট করেছে ;
আমার সাথে ডাস্টবিনের খাবার খাচ্ছে একটা কুকুর।
সেই কুকুর'টা কি জানতো আমি কে ? নাকি তার কাছেও!....

#আর লিখতে পারলাম না, এক অজানা কারণে হাতের কলম'টা আর চলছে না।।।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৪৭ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন