অহংকার গুলো আজ বড়ই রসিক সেজেছে,
কারো হৃদয় চুর্ণ বিচুর্ণ হলে তার কি,
সে কি ডেকেছে তোমায় অভিনয় দেখতে
সে কি বলেছে তোমায় নিজেকে বিসর্জন দিয়ে চলনায় ভাসতে
তুমিই এসেছো মরিচিকার পিছু পিছু।
অহংকার’রা কাউকে মানা করে না
শুধুই সময়ের ব্যবধানে অচেনা রূপটিই প্রকাশ করে ।
তোমায় দেখে হেসেছে কিংবা একটুখানি আবেগই প্রকাশ করল
তাই বলে কি ভেবে নেবে তোমায় আপন করেছে
তোমার এই ভ্রান্ত ভুলে তার কি দোষ বলতে পারো ?
তুমি ভাবছ এইতো সেদিন , কত কথাই না বলেছে
কত স্মৃতি ভাগাভাগি করেছ দু’জন,
তোমার ভাবনাতে তার কি আসে যায়
তাই তো আজ তুমি তার কাছে নির্লজ্জ বেহায়া।
একটুখানি মিষ্টি করে কথা বলেছে বলে ,
না হয় একটু সময় দিল আপন ভেবে
তাই বলে মাথায় চড়ে বসবে, রাগ অভিমানের অধিকার চাইবে।
পথে ঘাটে নিত্য দিনে কত মানুষ দেখা হয়
নাই হলো কারো সে, না কেউ বা হলো তার
আসলে কি জানে সে কাকে দিতে হয় অধিকার।
শুধুই গণনা এ না সে, সে না ও,
দেখে যাওয়ার খোঁজ কে ভালো
কাকে করলে আপন, জীবন হবে রঙিন
যাকে বাসলে ভালো স্বার্থক হবে ভুবন
অসুখ বিসুখ আসবেনা কাছে, সুখ আর খুশিতে কাটাবে সে।
বল এমন ভাবনাতে দোষকি তার??
মন্তব্য করতে ক্লিক করুন