সামস রবি

কবিতা - বড্ড ভালোবাসি রে

লেখক: সামস রবি

মাঝে মাঝে ভালো লাগে অভিমানে রাখতে তোকে,
ভালো লাগে দেখতে তোকে জানালার ওপাশ থেকে।
এ কেমন ভালো লাগা, এ কেমন ভালোবাসা?
ফিরে ফিরে চাওয়া, তোর-ই কাছে আসা।
তোর অভিমানে মান ফেরাতে ভালবাসি’রে
…বড্ড ভালোবাসি’রে

তোকে খুঁজে যাই স্বপ্ন ভাঙার মত করে,
অল্প অল্প তৃপ্তিতে তোর কাছে আমায় রেখে।
এ কেমন স্বপ্ন দেখা, এ কেমন রিক্ততা?
কাছে বা দূরে তোর-ই সাথে সকল ব্যস্ততা।
তোর কাছে দোষী হয়ে কষ্ট পেতে ভালোবাসি’রে
…বড্ড ভালোবাসি’রে

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৯৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন