প্রেমের অভয়ারণ্যে তুমি স্বরলিপি
বেঁচে থাকার তীর্থ নদীতে তুমিই স্বারথি
তুমি আশা, স্বপ্ন, ভালোবাসা, বিষাদের অভিমানী।
অন্ধকারে আলোর ঝলকানিতে তুমি অপেক্ষা
ঝুম বৃষ্টিতে দুপুরবেলায় অংকিত তুমিই সমীক্ষা
বাঙ্গালী শাড়ীতে ললনা হবে’তো তোমার দেখা !!
কুয়াশার পালক ঝলসানো রৌদ, গোধূলির স্বস্তি সবই তোমার
দখিনা বাতাস, ফুলের পাপড়ি থেকে ভরা পূর্ণিমার জ্যোৎস্না সব তোমার
শুধুই তোমাকে চাই আমার।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন