আজ থেকে তোমাকে মুক্ত করে দিলাম
সকল প্রতিবন্ধকতা থেকে,
সকল প্রশ্নের বেড়াজাল থেকে,
হাসছো; তুমি কবে-ই আর বন্দি ছিলে
কবে-ই বা মনের কুঁড়েঘরে ঠাঁই দিয়েছিলে
সেখানে তো শুধু কোন এক রাজপ্রাসাদ।
তোমার মনে আছে একদিন তোমায় বলেছিলাম,
তোমার অবহেলার হেয়-পূর্ণ মনোভাবের ভেলায়
একদিন আমাকে অনেক দূরে নিয়ে যাবে
সেখান থেকে চাইলেও হয়তো আর ফিরে আসতে পারবোনা।
সত্যি বলছি আজ আমি সেই পাড়ে
তোমার মৌনতা আমাকে অনেক কিছু শিখিয়েছে,
ভেবেছিলাম তুমি পরিবর্ধন হবে
আসলে তুমি তো পূর্ণ পরিবর্তন।
তোমার হেয়-পূর্ণ নিরব তিরস্কারের বাহানাগুলো
আমাকে পরিবর্তন করেনি –
বরং পূর্ব ধারণাতে নতুন কিছু যুক্ত হলো
শক্ত হয়েছে বিশ্বাসের আকাশটা।
ভাল থেকো; আমিও হয়তো ভুলবো সময় মত।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন