সময় আর অসময়ের ভাঁজ

সামস রবি সামস রবি | কাব্য - নীলখামে রক্ত অশ্রু

আজ আমার কোন সহযোগী নেই
                                  স্বপ্ন দেখার,
আজ আমার কোন তাড়াহুড়া নেই
                              বাড়ী ফিরবার।
আজ আমি স্তব্ধ গাংচিল
                              নিস্তব্ধ ছায়ার।
আজ আমি স্মৃতি বয়ে বেড়ানো
কপাল কুঁচকিয়ে রাখা অর্থহীন
জীবনের গতিপথে হয়েছি উদাসীন।
আজ আমি,
          কে, কি, কেন, কেমন অর্থ খুঁজিনা
এখর আর ঘড়ির কাটাও বিরক্ত হয় না।
আজ আমি,
          সময়ের তালে অসময়ের বাস্তবতায়,
তুমি,
     অসময়ের ভাঁজে সময়ের সফলতায়।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১২৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন