অন্ধকারে আলোর রাত্রি হয়নি কখনো
ডুবন্ত স্মৃতিগুলো আর ফিরবেনা নীড়ে
স্বপ্ন গুলো দুঃস্বপ্নে রূপ নিয়েছে আপন তরে।
যন্ত্রনার জগৎটায় নেই কোন শুন্যতা
কষ্ট জমাট বেঁধে আছে অফুরন্ত
এই ধরণীর চিত্ত নতুনে, হৃদয় ভাঙ্গায় নেই নতুনত্ব।
আজও যুগের পর যুগ কালের পর কাল
নিত্য বৈভবে যুক্ত হচ্ছে সকল আর্তনাদ।
চোখ বলে বৈভব আছে, তাই সুখ নীড়ে
আপন তরে বলবে কবে, অন্ধকার রাত্রিতে চোখ ভিজে কিসের জলে।
সুখের নীড়ে সুখ নাহি কবু একেলা
দুঃখের ভবে আছে সব সঙ্গিহীনতা।
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১২০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন