সামস রবি

কবিতা - উপেক্ষিত অপেক্ষায় বসে

সামস রবি
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ বিরহের কবিতা

আমি আজও অপেক্ষায় আছি বসে
কখন এসে বলবে- অনেক হয়েছে এবার চল
বিবর্ণ চোখে চোখ রেখে বলবে-
কেন এমন করিস;
উপেক্ষিত হাতে হাত রেখে করবে কত ওয়াদা
মুখে কোন অনুশোচনার বানী নয়!
চোখে আর মলিন মুখে ভেসে উঠবে-
অনুশোচনা আর প্রেমের আভাস
চুর্ণ হৃদয়ে জেগে উঠবে আবার সেই পুরনো চর,
তীর্থ দ্বীপে থাকবেনা কোন ভেলা কোন সংযোগ
শুধু বিশ্বাস আর ভরসার আবাদ।

পরে পড়বো
৩৬০
মন্তব্য করতে ক্লিক করুন