শঙ্খ ঘোষ

কবিতা - আন্দোলন

শঙ্খ ঘোষ

ময়দান ভারী হয়ে নামে কুয়াশায়
দিগন্তের দিকে মিলিয়ে যায় রুটমার্চ
তার মাঝখানে পথে পড়ে আছে ও কি কৃষ্ণচূড়া?
নিচু হয়ে বসে হাতে তুলে নিই
তোমার ছিন্ন শির, তিমির।

১২৪২
মন্তব্য করতে ক্লিক করুন