কতোদিন আমি
যাইনি তোমার শহরে
কতোদিন সে তো
ঈশ্বরও জানে নাকো
পথ ঘাট সব
আছে কি আগের আদলে?
অলিতে গলিতে
পায়ের চিহ্ন গুলো
বোবা হয়ে বুঝি
গিয়েছে গোধূলী আলোতে?
উদাসীন চোখে
চোখ মেলে মেলে আজও
সেই মুখই যেনো
কারণে বা অকারণে
দুঃস্বপ্নের মতো
ফিরে ফিরে আসে।
স্বপ্নেরা বড়
স্বার্থপরের দোসর
একবার ভেঙ্গে গেলে
ফিরে আসে নাকো।
এতোদিন গেল
এতো বসন্ত শরৎ
একবারও কী
জানলাটি খুলে দিয়ে
ইচ্ছে হয়নি?
দেখতে গলির মোড়টায়
আছে কিনা কোনো
অমল দাঁড়িয়ে ঘোরে?
যে পাখিরা সব
আকাশে মেলেছে ডানা
তারাও হঠাৎ
বন্ধ করেছে ওড়া
চেনা পথ আজো
অচেনাই রয়ে যায়
স্রোতের তোড়ে
খড়কুটো হয়ে ভাসি
তুমিও বাঁচো
বন্ধ জানলা ঘরে
স্মৃতি গুলো সব
ঘোলা জলে ডুবে ডুবে
ভেসে ওঠে যেনো
ত্রিবেণীর সঙ্গমে
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৪১ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন